হোম > অপরাধ > রাজশাহী

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মামাকে পিটিয়ে আহত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও মামাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তিন বখাটে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার দুপুর ১২টায় ভুক্তভোগী মামা বেলাল হোসেন বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।

উত্ত্যক্তের এ ঘটনা ঘটে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর গ্রামে। এ ঘটনার ভুক্তভোগীরা হলেন বাবা জাহিদুল ইসলাম (৬০), মামা বেলাল হোসেন (৫০), মা নাজনীন আক্তার। 
 
এ ঘটনায় অভিযুক্ত তিন যুবক হলেন নাটোর সদর উপজেলার মাছদিঘা গ্রামের মোস্তফার ছেলে বাবু (২২), স্বপন পাঠানের ছেলে স্বাধীন (২৩) ইছহাকের ছেলে আমান আলী (২৩)। 

পুলিশ ও স্থানীয়রা বলছেন, কয়েক দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন ওই নারী। গতকাল শুক্রবার বিকেলে এলাকার ছেলেমেয়েদের সঙ্গে রাস্তার পাশে ব্যাডমিন্টন খেলছিলেন তিনি। এ সময় পাশের গ্রামের বাবু, স্বাধীন ও আমান নামের তিন যুবক ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উত্ত্যক্ত করতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে ওই নারীর মামা বেলাল ও বাবা জাহেদুল প্রতিবাদ করেন। এ সময় বখাটেরা মামা বেলাল ও বাবা জাহেদুলকে পিটিয়ে আহত করেন। পরে বাবা জাহেদুল ইসলামের প্রাথমিক চিকিৎসা এবং মামা বেলালকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল