সিরাজগঞ্জের তাড়াশে বিবাহবহির্ভূত সম্পর্কে বিয়ে না হওয়ায় অভিমানে দোলা খাতুন (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে তাড়াশ পৌর এলাকার উলিপুর মহল্লায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত দোলা খাতুন ওই মহল্লার রেজাউল বেপারীর মেয়ে। তিনি কাউরাইল ইসাহাক তফের আলী টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয়রা বলেন, প্রায় চার বছর আগে দোলা খাতুনের সঙ্গে উল্লাপাড়ার দবিরগঞ্জ গ্রামের এক ব্যক্তির পারিবারিকভাবে বিয়ে হয়। তবে বিয়ের আগে থেকেই দোলার এলাকার এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও ওই প্রেমিকের সঙ্গে দোলার বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তাঁর বিয়ে আর টেকেনি। ফলে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়।
পরে দোলা তাঁর প্রেমিককে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু প্রেমিক বিয়েতে টালবাহানা করতে থাকলে তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জেরে আজ বেলা ১১টার দিকে দোলা বাবার বাড়ির নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সবকিছু দেখে ব্যবস্থা নেওয়া হবে।