হোম > অপরাধ > রাজশাহী

উল্লাপাড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তানিয়া নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার শ্যামলীপাড়ার একটি ভাড়া বাসার ৫তলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তানিয়ার মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। এ ঘটনায় রাতেই স্বামী হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

তানিয়া উপজেলার নাগরৌহা গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। তানিয়ার স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে তাঁকে হত্যা করা হয়েছে। তবে আটকের আগে পর্যন্ত এ দাবি অস্বীকার করছিলেন হেলাল। তবে পুলিশ বলছে, এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

জানা যায়, সাত মাস আগে তানিয়া ও হেলালের বিয়ে হয়। এর আগে দুজনই একবার করে বিয়ে করেছিলেন। প্রথম বিবাহবিচ্ছেদ হলে বিদেশ যান তানিয়া। ফিরে এসে তাঁর আগের ঘরের একটি ছেলেসহ নাগরৌহা বাজারের মুদিদোকানদার হেলালকে বিয়ে করেন। তবে হেলালের প্রথম স্ত্রীর বিষয়ে তেমন কিছু জানা যায়নি। 

এ প্রসঙ্গে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় তানিয়া নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার