হোম > অপরাধ > রাজশাহী

রাজশাহীতে মুকুল হত্যা মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী নগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার মো. মুকুল আলীকে (৪৫) হত্যা মামলার প্রধান ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন-হরিষার ডাইং এলাকার মো. বকুল আলী (৪৫), তাঁর স্ত্রী আমেনা (৪০) ও তাঁদের ছেলে মো. নাহিদ হোসেন (২০)।

এ বিষয়ে ওসি বলেন, গতকাল রোববার র‍্যাব-৭ এর সহায়তায় শাহমখদুম থানা-পুলিশের একটি দল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবিরহাট ও উত্তর সলিমপুর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করেন। রাতেই তাঁদের রাজশাহীতে আনা হয়েছে। পরে আজ সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১ আগস্ট দিবাগত রাতে উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন আসামিরা। অন্তঃসত্ত্বা মেয়ের ঘুমের ব্যাঘাত হওয়ায় গান বাজাতে নিষেধ করেন মুকুল আলী। এ সময় আসামিরা তাঁকে কুপিয়ে আহত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার পরপরই মৃতের পরিবারের পক্ষ থেকে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত