হোম > অপরাধ > রাজশাহী

রাজশাহীতে মুকুল হত্যা মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী নগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার মো. মুকুল আলীকে (৪৫) হত্যা মামলার প্রধান ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন-হরিষার ডাইং এলাকার মো. বকুল আলী (৪৫), তাঁর স্ত্রী আমেনা (৪০) ও তাঁদের ছেলে মো. নাহিদ হোসেন (২০)।

এ বিষয়ে ওসি বলেন, গতকাল রোববার র‍্যাব-৭ এর সহায়তায় শাহমখদুম থানা-পুলিশের একটি দল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবিরহাট ও উত্তর সলিমপুর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করেন। রাতেই তাঁদের রাজশাহীতে আনা হয়েছে। পরে আজ সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১ আগস্ট দিবাগত রাতে উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন আসামিরা। অন্তঃসত্ত্বা মেয়ের ঘুমের ব্যাঘাত হওয়ায় গান বাজাতে নিষেধ করেন মুকুল আলী। এ সময় আসামিরা তাঁকে কুপিয়ে আহত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার পরপরই মৃতের পরিবারের পক্ষ থেকে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু