হোম > অপরাধ > রাজশাহী

আ. লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধি, পাবনা

পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক হেলাল তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে ৯৫টি স্টিলের বর্ষা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে অভিযানের পর থেকে আওয়ামী লীগের ওই নেতাসহ তাঁর সহযোগীরা পলাতক রয়েছেন। 

উপজেলার পুঙ্গলী ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আক্কেল তালুকদার ছেলে হেলাল তালুকদার (৪০)। 

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলাল তালুকদার ও তাঁর সহযোগীরা নৌকাযোগে পালিয়ে যান। পরে পুলিশ তাঁর বৈঠক ঘরে তল্লাশি চালিয়ে ৯৫টি স্টিলের পাইপ দিয়ে তৈরি বর্ষা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করে। 

এ ঘটনায় থানার উপপরিদর্শক নুরে আলম বাদী হয়ে রাতে একটি মামলা দায়ের করেন। সেই সঙ্গে পলাতক হেলাল তালুকদারকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি মাসুদ রানা। 

এ বিষয়ে ফরিদপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীর বলেন, হেলাল তালুকদার উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি থেকে দেশি অস্ত্র উদ্ধারের ঘটনা শুনেছি। তাঁর বিষয়ে দলীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক