প্রতিনিধি, রাজশাহী
রাজশাহীতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শনিবার বিকালে পবা থানার মধুসুদনপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুইজন হলেন-জেলার বাগমারা উপজেলার সারন্দী মধ্যপাড়া গ্রামের শামীম রেজা (২৮) ও সারন্দী নিশুপাড়া গ্রামের মো. সাগর (২২)। নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
আরেফিন জুয়েল বলেন, এ ঘটনায় পবা থানায় একটি মামলা করা হয়েছে। থানা–পুলিশ আসামিদের রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।