হোম > অপরাধ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং নেতা ফাহাদ হত্যায় দুজন গ্রেপ্তার 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের নেতা ফাহাদ (১৭) হত্যায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে সদর উপজেলার মহারাজপুর ও বারোঘোরিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এ সময় হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। 

গ্রেপ্তার হওয়া দুই কিশোর হলেন বারোঘোরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের রহিদ বাবু ওরেফে সাব্বির (২০) একই এলাকার মো. রাকিব (১৮)। 

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, গত রোববার রাত ৮টার দিকে কয়েকজন বন্ধু নিয়ে ফাহাদ বারোঘোরিয়া এলাকায় ঘুরতে বেরিয়েছিল। এরপর একটি ফুচকার দোকানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বারোঘোরিয়া এলাকার কয়েকজন কিশোরের সঙ্গে ঝগড়া হয়। 

এরপর ফাহাদ ও তার কয়েক বন্ধু পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় গ্রেপ্তার রহিদ বাবু ও মো. রাকিবের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে গলায় ছুরি মেরে হত্যা করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

প্রসঙ্গত, নিহত ফাহাদ ‘বাদশা গ্যাং’ নামে একটি ১০ জনের কিশোর গ্যাং পরিচালনা করত। সে গ্যাংয়ের ফাহাদ নেতৃত্ব দিয়ে আসছিল। চাঁপাইনবাবগঞ্জ শহরে তাদের সঙ্গে প্রতিপক্ষের একাধিকবার ধাওয়া–পাল্টা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত