হোম > অপরাধ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং নেতা ফাহাদ হত্যায় দুজন গ্রেপ্তার 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের নেতা ফাহাদ (১৭) হত্যায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে সদর উপজেলার মহারাজপুর ও বারোঘোরিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এ সময় হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। 

গ্রেপ্তার হওয়া দুই কিশোর হলেন বারোঘোরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের রহিদ বাবু ওরেফে সাব্বির (২০) একই এলাকার মো. রাকিব (১৮)। 

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, গত রোববার রাত ৮টার দিকে কয়েকজন বন্ধু নিয়ে ফাহাদ বারোঘোরিয়া এলাকায় ঘুরতে বেরিয়েছিল। এরপর একটি ফুচকার দোকানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বারোঘোরিয়া এলাকার কয়েকজন কিশোরের সঙ্গে ঝগড়া হয়। 

এরপর ফাহাদ ও তার কয়েক বন্ধু পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় গ্রেপ্তার রহিদ বাবু ও মো. রাকিবের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে গলায় ছুরি মেরে হত্যা করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

প্রসঙ্গত, নিহত ফাহাদ ‘বাদশা গ্যাং’ নামে একটি ১০ জনের কিশোর গ্যাং পরিচালনা করত। সে গ্যাংয়ের ফাহাদ নেতৃত্ব দিয়ে আসছিল। চাঁপাইনবাবগঞ্জ শহরে তাদের সঙ্গে প্রতিপক্ষের একাধিকবার ধাওয়া–পাল্টা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা