হোম > অপরাধ > রাজশাহী

পুলিশ ফাঁড়ির বেলকনি দিয়ে লাফিয়ে আসামির পালানোর চেষ্টা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে পুলিশ ফাঁড়ির বেলকনি থেকে লাফ দিয়ে নাইমুল ইসলাম ওরফে রিয়াজ (২০) নামে এক আসামি পালানোর চেষ্টা করেছেন। পরে আহত অবস্থায় পুলিশ তাঁকে আবার ধরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে রাজশাহী নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির বেলকনি থেকে লাফ দেন আসামি রিয়াজ। তিনি নগরীর দড়িখড়বোনা এলাকার নজরুল ইসলামের ছেলে। 

রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার বলেন, রিয়াজের মাথায় জখম হওয়ায় সেলাই দিতে হয়েছে। হাত-পা ভেঙেছে কি না, তা জানতে এক্স-রে করাতে হবে। এ জন্য তাঁকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। পুলিশ হেফাজতে তাঁর চিকিৎসা চলছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আজ দুপুরে হেরোইনসহ রিয়াজকে আটক করে পুলিশ। পরে ফাঁড়িতে নিয়ে গিয়ে নাম-ঠিকানা লেখার সময় তিনি দোতলার বেলকনি দিয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন বলে আমাকে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ।

ওসি আরও বলেন, লাফ দিয়ে পাশের একতলার ছাদে গিয়ে পড়ে আহত হন রিয়াজ। এ সময় নিচে থাকা পুলিশ সদস্যরা তাঁকে আবার ধরে হাসপাতালে নিয়ে যান।

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে