হোম > অপরাধ > রাজশাহী

পুলিশ ফাঁড়ির বেলকনি দিয়ে লাফিয়ে আসামির পালানোর চেষ্টা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে পুলিশ ফাঁড়ির বেলকনি থেকে লাফ দিয়ে নাইমুল ইসলাম ওরফে রিয়াজ (২০) নামে এক আসামি পালানোর চেষ্টা করেছেন। পরে আহত অবস্থায় পুলিশ তাঁকে আবার ধরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে রাজশাহী নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির বেলকনি থেকে লাফ দেন আসামি রিয়াজ। তিনি নগরীর দড়িখড়বোনা এলাকার নজরুল ইসলামের ছেলে। 

রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার বলেন, রিয়াজের মাথায় জখম হওয়ায় সেলাই দিতে হয়েছে। হাত-পা ভেঙেছে কি না, তা জানতে এক্স-রে করাতে হবে। এ জন্য তাঁকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। পুলিশ হেফাজতে তাঁর চিকিৎসা চলছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আজ দুপুরে হেরোইনসহ রিয়াজকে আটক করে পুলিশ। পরে ফাঁড়িতে নিয়ে গিয়ে নাম-ঠিকানা লেখার সময় তিনি দোতলার বেলকনি দিয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন বলে আমাকে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ।

ওসি আরও বলেন, লাফ দিয়ে পাশের একতলার ছাদে গিয়ে পড়ে আহত হন রিয়াজ। এ সময় নিচে থাকা পুলিশ সদস্যরা তাঁকে আবার ধরে হাসপাতালে নিয়ে যান।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’