হোম > অপরাধ > রাজশাহী

বাড়িতে লুট করে ব্যাংক ম্যানেজারকে ‘শপথ’ করাল ডাকাত দল

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় এক ব্যাংক ম্যানেজারের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই ব্যাংক ম্যানেজারসহ তাঁর স্ত্রী-সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতি করে। এ ঘটনা কাউকে না বলতে ডাকাতেরা কোরআন শরিফ ছুঁয়ে তাঁদের শপথ করান বলে জানা গেছে।

উপজেলার সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর গ্রামের বাসিন্দা ও আতাইকুলা জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলামের বাড়িতে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জনতা ব্যাংকের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম বলেন, রান্নাঘরের গ্রিল কেটে সাত ডাকাত মুখোশ পরে তাঁদের শোবার ঘরে প্রবেশ করে। এ সময় তারা মঞ্জুরুল ইসলাম, তাঁর স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে একটি কক্ষে জিম্মি করে।

জিম্মি অবস্থায় হত্যার ভয় দেখিয়ে ঘরের আলমারির চাবি নিয়ে নেয়। আলমারি থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে।

এ ঘটনা কাউকে না বলার জন্য ডাকাতেরা চলে যাওয়ার সময় ওই পরিবারের সদস্যদের হাতে কোরআন শরিফ রেখে শপথ করায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ডাকাতির ঘটনায় এজাহারের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার