হোম > অপরাধ > রাজশাহী

বাড়িতে লুট করে ব্যাংক ম্যানেজারকে ‘শপথ’ করাল ডাকাত দল

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় এক ব্যাংক ম্যানেজারের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই ব্যাংক ম্যানেজারসহ তাঁর স্ত্রী-সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতি করে। এ ঘটনা কাউকে না বলতে ডাকাতেরা কোরআন শরিফ ছুঁয়ে তাঁদের শপথ করান বলে জানা গেছে।

উপজেলার সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর গ্রামের বাসিন্দা ও আতাইকুলা জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলামের বাড়িতে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জনতা ব্যাংকের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম বলেন, রান্নাঘরের গ্রিল কেটে সাত ডাকাত মুখোশ পরে তাঁদের শোবার ঘরে প্রবেশ করে। এ সময় তারা মঞ্জুরুল ইসলাম, তাঁর স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে একটি কক্ষে জিম্মি করে।

জিম্মি অবস্থায় হত্যার ভয় দেখিয়ে ঘরের আলমারির চাবি নিয়ে নেয়। আলমারি থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে।

এ ঘটনা কাউকে না বলার জন্য ডাকাতেরা চলে যাওয়ার সময় ওই পরিবারের সদস্যদের হাতে কোরআন শরিফ রেখে শপথ করায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ডাকাতির ঘটনায় এজাহারের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন