হোম > অপরাধ > রাজশাহী

শেরপুর উপজেলা পরিষদের সীমানাপ্রাচীর ভাঙচুর দুর্বৃত্তের

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদের নবনির্মিত সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। 

গতকাল রোববার রাত ১১টার দিকে শেরপুর উপজেলা পরিষদের সীমানাপ্রাচীরের অংশে এই ঘটনা ঘটে। 

শেরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী লিয়াকত হোসেন জানান, প্রাচীরের ওই অংশটি রোববার বিকেলে নির্মাণ করা হয়। রাতে এর পাশেই উপজেলা অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল। রাত আনুমানিক ১১টার দিকে নৈশপ্রহরী প্রাচীর ভাঙার বিষয়টি লক্ষ্য করে তাঁদের জানান। 

খবর পেয়ে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুমন জিহাদী, সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ইউএনও সুমন জিহাদী জানান, উপজেলা পরিষদের চারপাশে সীমানাপ্রাচীর না থাকায় এই এলাকায় মাদক সেবনসহ নানা অসামাজিক কার্যকলাপ চলত। তাই উপজেলা পরিষদের অর্থায়নে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। কাজ এখন শেষ পর্যায়ে। এরই মধ্যে রোববার রাতে অজ্ঞাত ব্যক্তিরা সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে ফেলেছে। 

ইউএনও আরও জানান, সোমবার সকালে ভাঙা অংশটুকু পুনর্নির্মাণ করা হয়েছে। ভাঙচুরের বিষয়ে শেরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত