হোম > অপরাধ > রাজশাহী

নাটোরে কাউন্সিলরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা পৌরসভায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল রোববার সকালে ওই ঘটনা ঘটেছে উল্লেখ করে ওই দিন রাতেই নলডাঙ্গা থানায় মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী।

এ ঘটনায় অভিযুক্ত হলেন—নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর। তিনি উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের মৃত আমির আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

মামলার অভিযোগ ও স্থানীয়রা বলছেন, রোববার সকালে উপজেলার নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর তাঁর দ্বিতীয় স্ত্রীর বাড়িতে ভুক্তভোগী গৃহবধূকে ডেকে নেন। এ সময় তাঁকে কু-প্রস্তাবের মাধ্যমে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূ কৌশলে পালিয়ে বাড়িতে চলে যান এবং বিষয়টি তাঁর স্বামীকে জানান। পরে রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে কাউন্সিলরকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’