হোম > অপরাধ > রাজশাহী

লালপুরে ভেজাল গুড় তৈরি করায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে মো. মোলাম শেখকে (৫৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মো. ইদু মণ্ডলকে (৪৮) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ আদেশ দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত।

মোলাম শেখ এলাকার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত মজা শেখের ছেলে ও ইদু মণ্ডল একই গ্রামের মো. জোবান মণ্ডলের ছেলে।

এ বিষয়ে সিপিসি-২, রাজশাহীর কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৯ হাজার ২০০ কেজি ভেজাল গুড়, ২৫০ কেজি লালি (চিটাগুড়), ২ কেজি কাপড়ের রং, ১৩০ কেজি আটা, ২ হাজার ৬৫০ কেজি চিনি, ২ কেজি ডালডা ও ২৫ কেজি ফিটকিরি জব্দ করা হয়েছে।

কোম্পানি কমান্ডার আরও জানান, ইদু মণ্ডল ১ লাখ টাকা জরিমানা দিতে না পারায় তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে নাটোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

উদ্ধার চিনি ও আটা ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। অন্যান্য আলামত ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা