হোম > অপরাধ > রাজশাহী

লালপুরে ভেজাল গুড় তৈরি করায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে মো. মোলাম শেখকে (৫৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মো. ইদু মণ্ডলকে (৪৮) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ আদেশ দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত।

মোলাম শেখ এলাকার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত মজা শেখের ছেলে ও ইদু মণ্ডল একই গ্রামের মো. জোবান মণ্ডলের ছেলে।

এ বিষয়ে সিপিসি-২, রাজশাহীর কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৯ হাজার ২০০ কেজি ভেজাল গুড়, ২৫০ কেজি লালি (চিটাগুড়), ২ কেজি কাপড়ের রং, ১৩০ কেজি আটা, ২ হাজার ৬৫০ কেজি চিনি, ২ কেজি ডালডা ও ২৫ কেজি ফিটকিরি জব্দ করা হয়েছে।

কোম্পানি কমান্ডার আরও জানান, ইদু মণ্ডল ১ লাখ টাকা জরিমানা দিতে না পারায় তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে নাটোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

উদ্ধার চিনি ও আটা ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। অন্যান্য আলামত ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের