হোম > অপরাধ > রাজশাহী

লালপুরে ভেজাল গুড় তৈরি করায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে মো. মোলাম শেখকে (৫৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মো. ইদু মণ্ডলকে (৪৮) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ আদেশ দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত।

মোলাম শেখ এলাকার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত মজা শেখের ছেলে ও ইদু মণ্ডল একই গ্রামের মো. জোবান মণ্ডলের ছেলে।

এ বিষয়ে সিপিসি-২, রাজশাহীর কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৯ হাজার ২০০ কেজি ভেজাল গুড়, ২৫০ কেজি লালি (চিটাগুড়), ২ কেজি কাপড়ের রং, ১৩০ কেজি আটা, ২ হাজার ৬৫০ কেজি চিনি, ২ কেজি ডালডা ও ২৫ কেজি ফিটকিরি জব্দ করা হয়েছে।

কোম্পানি কমান্ডার আরও জানান, ইদু মণ্ডল ১ লাখ টাকা জরিমানা দিতে না পারায় তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে নাটোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

উদ্ধার চিনি ও আটা ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। অন্যান্য আলামত ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু