হোম > অপরাধ > রাজশাহী

বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রতিনিধি

বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে শয়নঘরে শাহিনুর বেগম (৩৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার জুয়াড়ি ইউনিয়নের ভবানীপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শাহিনুর ওই এলাকার রাশিদুল ইসলামের (৩৮) স্ত্রী।

নিহতের স্বামী রাশিদুল ইসলাম বলেন,' তিনি গতদিন তাঁর বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। কে বা কারা তাঁর স্ত্রীকে হত্যা করে গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

ঘটনাস্থল থেকে গৃহবধূ শাহিনুরের ভাই নুর ইসলাম সাংবাদিকদের জানান, তার বোন নয় মাসের অন্তঃসত্ত্বা। এ ছাড়া তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খবর পেয়ে তিনি বোনের বাড়িতে এসে শয়নঘরে মৃতদেহ দেখতে পেয়েছেন। তার দুই হাতের রগ ও গলায় কাটা জখম রয়েছে। তিনি হত্যাকাণ্ডের বিষয়ে বোনের স্বামী রাশিদুল ইসলামকে সন্দেহ করছেন বলেও জানান।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লালপুরের ওয়ালিয়া এলাকার খলিল শাহ’র মেয়ে শাহিনুরের সঙ্গে উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া এলাকার রাশেদুল ইসলামের বিয়ে হয়। বছর খানিক হয় রাশিদুল ইসলাম এক পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। তিন দিন আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে রাশিদুল ঢাকায় যান রিকশা চালাতে। বুধবার রাতে শাহিনুর বেগম রাতের খাবার খেয়ে দুই বছর বয়সী মেয়েকে নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার ভোররাতে দুই বছর বয়সী ওই মেয়ের কান্নাকাটিতে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। পরে তাঁরা এসে শাহিনুরের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে বড়াইগ্রাম থানা-পুলিশ ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং মৃতদেহের সুরতহাল তৈরি করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে রহস্য উদ্‌ঘাটনে অনুসন্ধানে নেমেছে তারা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার