হোম > অপরাধ > রাজশাহী

৭০ বছরের বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে ‘জামাইয়ের সঙ্গে পরকীয়ার’ অপবাদ দিয়ে ৭০ বছরের এক বৃদ্ধাকে গাছে বেঁধে মারধর করেছেন দুই প্রতিবেশী। গতকাল মঙ্গলবার চাপিলা ইউনিয়নের পমপাথুরিয়া গ্রামের এ ঘটনা ঘটে। 

নির্যাতনকারী একই এলাকার আলম হোসেনের ছেলে রতন আলী ও উজ্জল হোসেনের ছেলে বকুল হোসেনকে পুলিশ এখনো আটক করতে পারেনি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধা ও তাঁর জামাইকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত দুই যুবক পলাতক রয়েছেন; তাঁদের খোঁজা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। 

নির্যাতনের শিকার বৃদ্ধার পরিবারের সদস্যরা জানান, ওই বৃদ্ধার সঙ্গে তার মেজো মেয়ে ও তার স্বামী বসবাস করেন। সন্তানসম্ভবা ছোট মেয়েকে দেখতে গতকাল সন্ধ্যার পর হাসপাতালে যান তার মেজ মেয়ে। বৃদ্ধার জ্বর থাকায় তিনি হাসপাতালে যেতে পারেননি। রাতে তাঁর জামাই শাশুড়িকে অসুস্থ দেখে ওষুধ কিনতে যান। ওষুধ কিনে বাড়ি ফিরে তিনি শাশুড়ির ঘরে ঢুকলে বাইরে থেকে প্রতিবেশী রতন ও বকুল যুবক চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

তাদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হলে ‘জামাইয়ের সঙ্গে ওই বৃদ্ধার পরকীয়া’ রয়েছে বলে অপবাদ দেয় রতন ও বকুল। তাঁরা প্রথমে জামাইকে মারধর করেন এবং পরে বৃদ্ধাকে টেনেহিঁচড়ে বাইরে এনে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে। 

ওই বৃদ্ধা সাংবাদিকদের বলেন, রতন ও বকুল তাকে টেনেহিঁচড়ে কাদাপানির মধ্যে নিয়ে যায় এবং ডাবগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করে।

পুলিশ তাদের খুঁজে না পেলেও ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রতন ও বকুল। নির্যাতনের কথা স্বীকার করে ঔদ্ধত্যের সঙ্গে তারা বলেছেন, জামাই ও শাশুড়ির মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক চলছিল। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার