হোম > অপরাধ > রাজশাহী

প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, থানায় মামলা

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের (৪৮) বিরুদ্ধে এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রীর মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। 

অভিযুক্ত ফিরোজ আহমেদ নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

মামলার নথিতে ছাত্রীর মা অভিযোগ করেন, ‘আমাদের ধর্ম আত্মীয় বানিয়ে বাড়িতে যাতায়াত করতেন ফিরোজ আহমেদ। গতকাল এসএসসি ব্যবহারিক পরীক্ষা শেষে আমার মেয়ে বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে আমাদের এক আত্মীয় জানান, সকালে প্রধান শিক্ষক ও তাঁর ভাই একটি মাইক্রোবাসে করে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, আমার মেয়েকে রাজশাহীতে নেওয়া হয়েছে।’

স্থানীয়রা জানান, এর আগেও ওই শিক্ষক একাধিক ছাত্রীর সঙ্গে অবৈধভাবে সম্পর্ক স্থাপন করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে ফিরোজ আহমেদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বারবার কল কেটে দেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ‘ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। আমরা তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছি।’ 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত