হোম > অপরাধ > রাজশাহী

প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, থানায় মামলা

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের (৪৮) বিরুদ্ধে এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রীর মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। 

অভিযুক্ত ফিরোজ আহমেদ নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

মামলার নথিতে ছাত্রীর মা অভিযোগ করেন, ‘আমাদের ধর্ম আত্মীয় বানিয়ে বাড়িতে যাতায়াত করতেন ফিরোজ আহমেদ। গতকাল এসএসসি ব্যবহারিক পরীক্ষা শেষে আমার মেয়ে বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে আমাদের এক আত্মীয় জানান, সকালে প্রধান শিক্ষক ও তাঁর ভাই একটি মাইক্রোবাসে করে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, আমার মেয়েকে রাজশাহীতে নেওয়া হয়েছে।’

স্থানীয়রা জানান, এর আগেও ওই শিক্ষক একাধিক ছাত্রীর সঙ্গে অবৈধভাবে সম্পর্ক স্থাপন করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে ফিরোজ আহমেদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বারবার কল কেটে দেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ‘ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। আমরা তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছি।’ 

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক