হোম > অপরাধ > রাজশাহী

অবৈধ কারেন্ট জাল বিক্রি ও সংরক্ষণ করায় লালপুরের ৪ বিক্রেতাকে জরিমানা 

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস ও ৪ জন জাল বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি। 

জাল বিক্রেতারা হলেন-শিবনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. জুয়েল (৩৫), উত্তর লালপুর গ্রামের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সাগর (১৯), দক্ষিণ লালপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে মো. সোহেল আলী (২৫) ও মো. ইয়ার উদ্দিনের ছেলে মো. রাইজুল ইসলামকে (২০)। 

সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় র‍্যাবের একটি অপারেশন দল লালপুর বাজারে অভিযান চালায়। এ সময় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। নিষিদ্ধ কারেন্ট জাল সংরক্ষণ ও কেনাবেচার অপরাধে ১৯৫০ সালের মৎস্য আইন এর ৫ (২) ধারা অনুসারে ৪ জাল বিক্রেতাকে আটক করা হয়। তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে। তারই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।  

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার