রাজশাহীতে গোদাগাড়ী উপজেলায় হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় এক কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার মূল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকা। গতকাল শুক্রবার রাতে উপজেলার চর ভুবনপাড়া টেকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম বাবু হোসেন ওরফে আসমত (৩৫)।
গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, অভিযানের সময় একজন কৌশলে পালিয়ে গেছে। আর আসমতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয় কোটি টাকা মূল্যের এই হেরোইন। ধানের নিচে মেঝেতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল হেরোইনগুলো। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।