হোম > অপরাধ > রাজশাহী

জামিনে বের হয়ে ১৪ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু সাঈদকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে। তিনি চোরাচালান আইনের মামলায় জামিনে বেরিয়ে ১৪ বছর পলাতক ছিলেন। 

গতকাল শনিবার সন্ধ্যার পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে পুলিশ তাঁকে শেরপুর থানায় হেফাজতে নিয়ে আসে। 

শেরপুর থানা সূত্রে জানা যায়, ২০০৯ সালে মেহেরপুর জেলায় একটি চোরাচালান আইনে মামলা হয়। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের এই মামলায় ২০১৭ সালে তাঁর বিরুদ্ধে আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। 

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন বলেন, ২০০৯ সালে আবু সাঈদ মেহেরপুরে ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছিলেন। পরে তাঁর বিরুদ্ধে চোরাচালান আইনের একটি মামলা এজারভুক্ত হয়। এই মামলায় আবু সাঈদ অন্তত সাত মাস পর জামিনে আদালত থেকে ছাড়া পান। এরপর পরবর্তী অন্তত তিনবার তিনি আদালতে হাজিরা দিয়েছিলেন। 

 ২০১০ সালের পর থেকে তিনি আর আদালতে হাজিরা দেননি। ২০১৭ সালে আদালত তাঁর বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন। ২০১০ সাল থেকে আবু সাঈদ পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে ভিন্ন জায়গায় পালিয়ে থাকেন। অবশেষে গতকাল রাতে সিরাজগঞ্জের র‍্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

আবু সাঈদ প্রথমে ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক ছিলেন। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামে তাঁর নিজস্ব বাড়ি রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শিবপুর গ্রামে বাসাবাড়ি তৈরি করেন। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ২০০৯ সালে ফেনসিডিলসহ আবু সাঈদ মেহেরপুর জেলায় গ্রেপ্তার হয়। ওই সময় তাঁর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা করা হয়। পলাতক থাকা অবস্থায় এই মামলার ২০১৭ সালে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর