হোম > অপরাধ > রাজশাহী

স্বর্ণের দুল ছিনিয়ে নিতে হত্যা করা হয় শিশু ফাতেমাকে: পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিতেই সিরাজগঞ্জের শাহজাদপুরে ফাতেমা (৫) নামের এক শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে নজরুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নজরুল ইসলাম হত্যার কথা স্বীকার করেছেন। নজরুল ইসলাম শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামের আবেদ আলীর ছেলে। 

আজ শুক্রবার দুপুরে শাহজাদপুর থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গ্রেপ্তার নজরুল ইসলাম ঢাকায় রিকশা চালাতেন। গত ৪-৫ বছর আগে তিনি নিজ গ্রামে চলে আসেন। তার সুনির্দিষ্ট পেশা না থাকায় দেনাগ্রস্ত হয়ে পড়েন। এমন অবস্থায় নজরুল বাড়ির প্রতিবেশী ফাতেমার কানের স্বর্ণের দুল দেখে তা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী গত মঙ্গলবার সকালে শিশুটিকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের আখ খেতে নিয়ে যান। 

এরপর নজরুল ফাতেমাকে ভয় দেখি তাঁর কানের স্বর্ণের দুল খুলে নেন। এ সময় ফাতেমা চিৎকার দিলে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যান। গত বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দা ডলি বেগম খেতের ভেতরে ফাতেমার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ফাতেমার মা নূরজাহান খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত বৃহস্পতিবার রাতে শাহজাদপুর উপজেলার ইসলামপুর ডায়া মোড় এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ফাতেমার কানের ১ আনা ওজনের স্বর্ণের দুল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ফাতেমাকে হত্যার কথা স্বীকার করেছেন।

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব