হোম > অপরাধ > রাজশাহী

নাটোরে স্কুলছাত্রী অপহরণ মামলায় তরুণের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় রনি আহমেদ (২০) নামের এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই অপরাধে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে দণ্ডপ্রাপ্ত আসামি রনি আহমেদ পলাতক রয়েছেন।

রনি আহমেদ লালপুর উপজেলার কুজিপুকুর গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুর রহমান এই রায় দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১০ সালের ২ ফেব্রুয়ারি লালপুরের বাসিন্দা চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয় থেকে তুলে নিয়ে যান রনি আহমেদ। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি রনি আহমেদের বিরুদ্ধে লালপুর থানায় এজাহার দায়ের করেন। পরে ৪ ফেব্রুয়ারি তদন্ত সাপেক্ষে লালপুর থানায় মামলাটি রেকর্ড করা হয়। তবে দুই দিন পর তাকে উদ্ধার করা হয়।

মামলার শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে ১২ বছর পর আদালত আজ এই রায় দিলেন। নাটোর আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, পলাতক রনিকে গ্রেপ্তারের পর থেকে তাঁর সাজা কার্যকর হবে।

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা