হোম > অপরাধ > রাজশাহী

শিবগঞ্জে আমগাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমগাছের শুকনো ডাল ভাঙাকে কেন্দ্র করে মানুয়ারা বেগম (৪০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে মারধরের ঘটনা ঘটে। এরপর হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

মানুয়ারা বেগম উপজেলার মোবারকপুর ইউনিয়নের বাগবাড়ী উপরটোলা গ্রামের বাইদুল ইসলামের স্ত্রী।

নিহত ব্যক্তির পুত্রবধূ রাজিয়া বেগম জানান, মঙ্গলবার সকালে বাড়ির পেছনের একটি আমবাগানে তিনি গাছের শুকনো ডাল ভাঙছিলেন। এ নিয়ে পার্শ্ববর্তী সলেমান মণ্ডলের পরিবারের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে মানুয়ারা বেগম বাধা দিতে গেলে তাঁকে পিটিয়ে আহত করা হয়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।  

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপরাশেন) আব্দুল মালেক বলেন, ‘এক নারীর মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত