হোম > অপরাধ > রাজশাহী

জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ধর্ষণ মামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। শহরের বাটার মোড় এলাকা থেকে র‍্যাব-৫-এর সদস্যরা অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে। 

গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো জয়পুরহাট সদর উপজেলার আদর্শপাড়া মহল্লার মৃত দুলাল হোসেনের ছেলে রব্বানী (২২) এবং একই উপজেলার শেমপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে মমিন (২০)।

এ বিষয়ে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির বলেন, গত ২৯ ডিসেম্বর এক নারীকে (ভুক্তভোগী) গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গত ১১ জানুয়ারি (নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) / ৩০ অনুসারে) দুজনের নাম উল্লেখপূর্বক জয়পুরহাট সদর থানায় একটি মামলা করা হয়। আর মামলা দায়েরের এক দিনের মধ্যেই র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামিদের জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আটককৃতদের আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী