হোম > অপরাধ > রাজশাহী

জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ধর্ষণ মামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। শহরের বাটার মোড় এলাকা থেকে র‍্যাব-৫-এর সদস্যরা অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে। 

গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো জয়পুরহাট সদর উপজেলার আদর্শপাড়া মহল্লার মৃত দুলাল হোসেনের ছেলে রব্বানী (২২) এবং একই উপজেলার শেমপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে মমিন (২০)।

এ বিষয়ে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির বলেন, গত ২৯ ডিসেম্বর এক নারীকে (ভুক্তভোগী) গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গত ১১ জানুয়ারি (নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) / ৩০ অনুসারে) দুজনের নাম উল্লেখপূর্বক জয়পুরহাট সদর থানায় একটি মামলা করা হয়। আর মামলা দায়েরের এক দিনের মধ্যেই র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামিদের জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আটককৃতদের আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর