হোম > অপরাধ > রাজশাহী

জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ধর্ষণ মামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। শহরের বাটার মোড় এলাকা থেকে র‍্যাব-৫-এর সদস্যরা অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে। 

গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো জয়পুরহাট সদর উপজেলার আদর্শপাড়া মহল্লার মৃত দুলাল হোসেনের ছেলে রব্বানী (২২) এবং একই উপজেলার শেমপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে মমিন (২০)।

এ বিষয়ে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির বলেন, গত ২৯ ডিসেম্বর এক নারীকে (ভুক্তভোগী) গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গত ১১ জানুয়ারি (নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) / ৩০ অনুসারে) দুজনের নাম উল্লেখপূর্বক জয়পুরহাট সদর থানায় একটি মামলা করা হয়। আর মামলা দায়েরের এক দিনের মধ্যেই র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামিদের জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আটককৃতদের আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক