হোম > অপরাধ > রাজশাহী

উল্লাপাড়ায় ২০ লাখ টাকার হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় পৃথক অভিযানে ২০ লাখ টাকার হেরোইন ও ১ হাজার ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১২-এর সদস্যরা। আজ শনিবার ভোরে ও গতকাল শুক্রবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন র‍্যাব-১২-এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানিহারের গোবিন্দ সিংয়ের ছেলে শ্রী নিমাই সিং (৪৪) ও পলাশবাড়ী উপজেলার পূর্ব নয়ানপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল রুবেল (৪৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলে হয়, আজ ভোরে গোপন সাংবাদের ভিত্তিতে ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরে ফুড ভিলেজ হোটেলের সামনে অভিযান চলানো হয়। এ সময় ২০০ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা নিমাই সিংকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল গভীর রাতে একই মহাসড়কে সলঙ্গা থানাধীন ধোপাকান্দি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৭০ পিস ইয়াবাসহ মোস্তফা কামাল রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে