হোম > অপরাধ > রাজশাহী

উপসচিব পরিচয়ে ফোন, অর্থ খোয়ালেন নাটোর সুগার মিলের এমডি

প্রতিনিধি

নাটোর : শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পরিচয়ে প্রতারকের কাছে বিকাশের মাধ্যমে ২৭ হাজার টাকা খুইয়েছেন নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আবু বকর। গতকাল সোমবার সন্ধ্যায় নাটোর সদর থানায় এ–সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

আবু বকর জিডিতে উল্লেখ করেন, ১৩ জুন দুপুরে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব খালেকুজ্জামান পরিচয় দিয়ে ০১৬৪৭০৪৪২০০ মোবাইল নম্বর থেকে তাঁর মুঠোফোনে কল আসে। এ সময় উপসচিব পরিচয় দিয়ে বলা হয়, পথে তাঁর গাড়ি বিকল হয়ে যাওয়ায় তিনি বিপদে পড়েছেন। এ সময় প্রতারকের দেওয়া ০১৩০৭৬৫৩২০৪ নম্বরে দুই দফায় বিকাশ করে ২৭ হাজার টাকা পাঠান তিনি। পরে সন্দেহ হলে নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে খোঁজ নিয়ে জানতে পারেন, উপসচিব পরিচয়দানকারী খালেকুজ্জামান নামে শিল্প মন্ত্রণালয়ে কোনো উপসচিব নেই। পরে সন্ধ্যায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন বলেন, ‘জিডিটি থানার এসআই শামসুজ্জোহা তদন্ত করছেন। প্রাথমিকভাবে আমরা প্রতারকের মোবাইল ফোন নম্বরটি কল ডেটা রেকর্ডে (সিডিআর)  পাঠিয়েছি। সেখান থেকে রিপোর্ট এলে তদন্তকাজ শুরু হবে।’

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত