হোম > অপরাধ > রাজশাহী

উপসচিব পরিচয়ে ফোন, অর্থ খোয়ালেন নাটোর সুগার মিলের এমডি

প্রতিনিধি

নাটোর : শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পরিচয়ে প্রতারকের কাছে বিকাশের মাধ্যমে ২৭ হাজার টাকা খুইয়েছেন নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আবু বকর। গতকাল সোমবার সন্ধ্যায় নাটোর সদর থানায় এ–সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

আবু বকর জিডিতে উল্লেখ করেন, ১৩ জুন দুপুরে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব খালেকুজ্জামান পরিচয় দিয়ে ০১৬৪৭০৪৪২০০ মোবাইল নম্বর থেকে তাঁর মুঠোফোনে কল আসে। এ সময় উপসচিব পরিচয় দিয়ে বলা হয়, পথে তাঁর গাড়ি বিকল হয়ে যাওয়ায় তিনি বিপদে পড়েছেন। এ সময় প্রতারকের দেওয়া ০১৩০৭৬৫৩২০৪ নম্বরে দুই দফায় বিকাশ করে ২৭ হাজার টাকা পাঠান তিনি। পরে সন্দেহ হলে নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে খোঁজ নিয়ে জানতে পারেন, উপসচিব পরিচয়দানকারী খালেকুজ্জামান নামে শিল্প মন্ত্রণালয়ে কোনো উপসচিব নেই। পরে সন্ধ্যায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন বলেন, ‘জিডিটি থানার এসআই শামসুজ্জোহা তদন্ত করছেন। প্রাথমিকভাবে আমরা প্রতারকের মোবাইল ফোন নম্বরটি কল ডেটা রেকর্ডে (সিডিআর)  পাঠিয়েছি। সেখান থেকে রিপোর্ট এলে তদন্তকাজ শুরু হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে