বগুড়া সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চর থেকে ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির গাঁজার গাছটি জব্দ করেছে পুলিশ। উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন কৃষিকাজের পাশাপাশি বাড়ির উঠানে দুই বছর আগে রোপণ করেন এই গাঁজার গাছ। গতকাল সোমবার রাতে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে গাছটি জব্দ করে। এ সময় গ্রেপ্তার করা হয় জয়নাল আবেদীনকে।
সারিয়াকান্দি থানার চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হুদা এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘দীর্ঘ দিন আগে লাগানো গাঁজার গাছটি জব্দ করার সময় ওজন ছিল ৪০ কেজি। গ্রেপ্তার জয়নালে নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’