বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নৈশ প্রহরীকে চাকুর মুখে জিম্মি করে নির্মাণ সরঞ্জাম লুট করেছেন কয়েকজন লোক। আজ সোমবার ভোর চারটার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় আলতাফুন্নেচ্ছা খেলার মাঠ সংলগ্ন মুকুল ভিলা নামের নির্মাণাধীন ভবনে লুটের ঘটনা ঘটে।
মুকুল ভিলা নামের নির্মাণাধীন ভবনের স্বত্বাধিকারীর ছেলে মাহমুদুল হোসেন জানান, ভবনে আব্দুল জব্বার (৫৫) নামের একজন নৈশপ্রহরী সার্বক্ষণিক পাহারায় থাকেন। সোমবার ভোর চারটার দিকে ৩-৪ জন লোক প্রবেশ করে নৈশপ্রহরীকে চাকু ধরে জিম্মি করে। এরপর তারা নৈশ প্রহরীর কাছে থাকা ৩০০ টাকা, রড কাটা মেশিন, চারটি হাতুড়ি, ২০ মিলিমিটার রডের চারটি হ্যান্ডেলসহ খুচরা কিছু সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুজ্জামান বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।