ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা-পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে থানা কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ সময় একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-দিলারা আমিন (৪২), রিপন মিয়া (২৪), মো. ফজলুল হক (৪২) ও বাবুল মিয়া (৩২)।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, চুরির মামলায় দুজন, জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানায় দুজনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।