হোম > অপরাধ > ময়মনসিংহ

নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর সাগর মিয়া (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। গতকাল রোববার (১৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার রাজনগর গ্রামের গোমাই নদীতে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্র উপজেলার পোগলা ইউনিয়নের রামপুর গ্রামের শাহর আলীর সন্তান। সে বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে সহপাঠীর ফোন পেয়ে পার্শ্ববর্তী বারহাট্টার নয়ানগর গ্রামে বাড়িতে যায় সাগর। পরে হিরন মিয়া (২২) নামে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে আসতে দেখেন স্থানীয়রা। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। পরে গতকাল রোববার দুপুরে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।

এদিকে এটি একটি হত্যাকাণ্ড বলে দাবি করেছেন মৃত কিশোরের বড় ভাই শাহিন মিয়া। তিনি অভিযোগ করে আজকের পত্রিকাকে জানান, ওই সহপাঠীর সঙ্গে সাগরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে সহপাঠীর ভাই জয় (২৪) তাঁর বন্ধুদের নিয়ে সাগরকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। এই হত্যাকাণ্ডের পেছনে সহপাঠীর ভাইয়ের সম্পৃক্ততা রয়েছে। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে কাজ করছে পুলিশ।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা