হোম > অপরাধ > ময়মনসিংহ

দুই সতিনের চুলোচুলির পর থানায় পাল্টাপাল্টি জিডি

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে দুই সতিনের মধ্যে হাতাহাতি ও চুলোচুলির ঘটনা ঘটেছে। পরে এ ঘটনায় দুজনই একে অন্যের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

শনিবার বিকেলে পৌরশহরের মাইলোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই থানায় জিডি করেন তারা। 

জানা গেছে, মোহনগঞ্জ পৌরশহরের মাউলোড়া এলাকার আবদুল্লাহ আল মুজাহিদের দুই স্ত্রী আরবি সুলতানা রুবি (৩০) ও আমেনা আক্তারের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে। 

অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, মুজাহিদ ১০ বছর আগে প্রথম বিয়ে করে আরবি সুলতানা রুবিকে। তাদের দুই সন্তান আছে। পাঁচ বছর আগে ঢাকার গিয়ে আমেনা আক্তার নামে এক নারীকে বিয়ে করে সংসার করতে থাকে মুজাহিদ। এর আগে মুজাহিদ তাঁর প্রথম স্ত্রীকে তালাক দেন। এর আগে আমেনাও তাঁর প্রবাসী স্বামীকে তালাক দেন। 

কিন্তু আমেনাকে কোনো কিছু না জানিয়ে গত জানুয়ারিতে মুজাহিদ নিজ এলাকায় আসেন এবং প্রথম স্ত্রীর সঙ্গেই সংসার করতে থাকেন। আর এদিকে আমেনা স্বামীর খোঁজ না পেয়ে ঢাকার মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মোহনগঞ্জে খুঁজতে গিয়ে বাড়ির সামনের রাস্তায় মুজাহিদকে স্ত্রীসহ পেয়ে যান। সেখানেই দুই স্ত্রীর মধ্যে হাতাহাতি-চুলোচুলি হয়। এতে দুজনই সামান্য আহত হয়েছেন। পরে তাঁরা একে অন্যে বিরুদ্ধে থানায় জিডি করেন। 

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত