ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালী মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সিরাজুল ইসলাম, কার্তিক পাল, মো. সোহেল মিয়া ও মোবারক হোসেন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, সিআর সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানায় একজন, সিআর গ্রেপ্তারি পরোয়ানায় একজন, জিআর গ্রেপ্তারি পরোয়ানায় একজন ও ধর্ষণ মামলার এক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।