শরীরে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় এক বৃদ্ধকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে গাজীরভিটা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে উপজেলার গাজীরভিটা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
শারীরিক নির্যাতন হওয়া ওই ব্যক্তির নাম মো. দুলাল মিয়া (৫৫)। তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মুজাখালির তেঁতুল তলা গ্রামে।
অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম মো. দেলোয়ার হোসেন। তিনি উপজেলার গাজীরভিটা ইউনিয়নের চেয়ারম্যান। এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় পর আহত অবস্থায় দুলালকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাঁর পরিবারের লোকজন। ঘটনার দিনেই হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে না পেয়ে তাঁর মোবাইলে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।