হোম > অপরাধ > ময়মনসিংহ

চেয়ারম্যান কর্তৃক বৃদ্ধকে বেঁধে নির্যাতনের অভিযোগ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

শরীরে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় এক বৃদ্ধকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে গাজীরভিটা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে উপজেলার গাজীরভিটা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

শারীরিক নির্যাতন হওয়া ওই ব্যক্তির নাম মো. দুলাল মিয়া (৫৫)। তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মুজাখালির তেঁতুল তলা গ্রামে। 

অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম মো. দেলোয়ার হোসেন। তিনি উপজেলার গাজীরভিটা ইউনিয়নের চেয়ারম্যান। এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 
 
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মুজাখালী গ্রামের দুলাল মিয়ার জায়গা থেকে মাটি নিয়ে রাস্তার কাজ শুরু করেছেন পার্শ্ববর্তী ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন। এ সময় দুলাল মিয়া বাঁধা দিতে গেলে চেয়ারম্যানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে চেয়ারম্যান উত্তেজিত হয়ে দুলালকে তাঁর নিজ গাড়িতে উঠিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন।

এ ঘটনায় পর আহত অবস্থায় দুলালকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাঁর পরিবারের লোকজন। ঘটনার দিনেই হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে না পেয়ে তাঁর মোবাইলে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়। 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব