হোম > অপরাধ > ময়মনসিংহ

চাচার দায়ের কোপে স্ত্রীর মৃত্যু, পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন ভাতিজা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় শিউলি আক্তার (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে চাচা শ্বশুরের বিরুদ্ধে। ওই নারীর স্বামী শরিফুল ইসলামকে দা নিয়ে তাড়া করেন তিনি। পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান তিনি। 

আজ শনিবার সকালে উপজেলার বাঁশাটি ইউনিয়নের গোয়ারী উত্তর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়দের বরাত দিয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, উপজেলার গোয়ারী উত্তর গ্রামের সিএনজি চালিত অটোরিকশার চালক শরিফুল ইসলাম ও শিউলি আক্তার দম্পতির তিন কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত সোলায়মান একই বাড়ির নেওয়াজ আলীর ছেলে এবং শরিফুলের আপন চাচা। 

গতকাল শুক্রবার বিকেলে সোলায়মানের শিশু সন্তানের সঙ্গে শরিফুলের শিশু সন্তানের ঝগড়া হয়। সেই ঝগড়ার জেরে আজ সকালে সোলায়মান শরিফুল ও তাঁর স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে সোলায়মান দা দিয়ে কুপিয়ে শিউলি আক্তারকে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই শিউলির মৃত্যু হয়। পরপর শরিফুলকে দা নিয়ে তাড়া করেন সোলায়মান। শরিফুল দৌড়ে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান। 

ওসি আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে