হোম > অপরাধ > ময়মনসিংহ

মেহগনিবাগানে পড়ে ছিল পুলিশ কনস্টেবল সাদ্দামের মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের সদর উপজেলার নিজকল্পা গ্রামের মেহগনিবাগান থেকে পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে সুনামগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। 

আজ শনিবার বিকেলে সাদ্দামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। নিহত পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন সদর উপজেলার বাঘেরকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ছেলে। 

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার রাতে নিজ বাড়িতে খাওয়াদাওয়া করে বাড়ি থেকে বের হন সাদ্দাম। পরে আর বাড়িতে ফেরেননি। পরে আজ বিকেলে নিজকল্পা গ্রামে আমিনুল ইসলামের মেহগনিবাগানে সাহানা বেগম নামে একজন পাতা কুড়াতে গেলে মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়রা থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাদ্দামকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পুলিশ তদন্তকাজ শুরু করেছে। ঘটনার রহস্য অচিরেই উদ্‌ঘাটন হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন