হোম > অপরাধ > ময়মনসিংহ

সাবেক স্ত্রীর স্বামীকে কুপিয়ে হত্যা, দুই ভাই গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ফখরুল ইসলাম (৪২) নামে একজনকে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ত্রিশাল উপজেলার উজানভাটিপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের মো. রাজিব মিয়া ও তাঁর বড় ভাই মো. রানা মিয়া। আজ বুধবার (২৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) জেলার মুক্তাগাছা উপজেলার বটতলা নামাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-১৪ এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন বলেন, ‘নিহত ফখরুল ইসলাম জেলার ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের ফজলুল হকের ছেলে। গত ১৬ নভেম্বর রাতে একই উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব গ্রামে শ্বশুর বাড়িতে ছিলেন ফখরুল ইসলাম। ওই দিন রাত আড়াইটার দিকে ফখরুল প্রকৃতির ডাকে সাড়া দিতে স্ত্রী সন্তানকে নিয়ে বাইরে বের হন। এ সময় স্ত্রী আকলিমা, তার মেয়ে তমাকে নিয়ে ঘরে ঢোকার পরেই রাজিব ফখরুলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। স্ত্রী আকলিমা টের পেয়ে ঘর থেকে বের হলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে রাজিব। তার চিৎকারে বাড়ির লোকজন আসলে রাজিব সেখান থেকে পালিয়ে যায়। পরে আকলিমাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।’ 

এই ঘটনার পর ওই দিন রাতে নিহতের বড় ছেলে ছানিম সারোয়ার বাদী হয়ে একজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। 

এএসপি বেলায়েত হোসেন আরও বলেন, ‘প্রাথমিকভাবে রাজিব জানায় ফখরুল ইসলাম আকলিমা খাতুনের প্রথম স্বামী। বেশ কিছুদিন আগে আকলিমা ফখরুলকে ছেড়ে রাজিব মিয়াকে বিয়ে করেন। তাঁদের মধ্যে বনিবনা না হওয়ায় রাজিব মিয়াকে তালাক দিয়ে ফের ফখরুল ইসলামের কাছে চলে আসেন আকলিমা খাতুন। এই ক্ষোভ থেকে ফখরুলকে কুপিয়ে হত্যা করে রাজিব।’ 

হত্যার দুই দিন পর রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টায় রাজশাহীর তানোরে যান। কিন্তু সাম্প্রতিক ঘটনায় সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ভারতে পালানোর পরিকল্পনা পিছিয়ে দেন। পরে সেখান থেকে জেলার মুক্তাগাছায় ফিরে আসলে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩