হোম > অপরাধ > ময়মনসিংহ

রান্নাঘরে গলায় ওড়না পেঁচিয়ে নারীর ‘আত্মহত্যা’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে গলায় ওড়না পেঁচিয়ে নিপা আক্তার (৪৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার বিকেলে নান্দাইল পৌর সদরের ঝালুয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নিপা আক্তার একই এলাকার মৃত শাহীন ভূঁইয়ার স্ত্রী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে নিপা আক্তারের স্বামী শাহীন ভূঁইয়ার মৃত্যু হয়। এর পর থেকে নিপা আক্তার মানসিক সমস্যায় ভুগছিলেন। মানসিক সমস্যা থেকে বেশ কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। কিছুদিন আগে বিষ পান করলে পরিবারের লোকজন টের পেয়ে তাঁকে চিকিৎসা করান। এরপর সুস্থ হয়ে ওঠেন তিনি। 

এরপর শনিবার বিকেলে রান্নাঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। নিপা আক্তারের মেয়ে রান্নাঘরে তার মাকে ঝুলন্ত দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এসে নিপা আক্তারকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘আমাদের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’ 

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২