নান্দাইলে ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার খারুয়া ইউনিয়নের মহেষকুড়া গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৬০)। গতকাল মঙ্গলবার ওই শিশুর পরিবার নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালের দিকে শিশুটির মা ও বাড়ির অন্যরা বাড়িতে ছিল না। এই সুযোগে শিশুকে বাড়িতে একা পেয়ে আব্দুল জব্বার মিষ্টি কেনার টাকা দেবে বলে তাঁর বাড়িতে নিয়ে যায়। পরে মুখ ও হাত চেপে ধরলে মেয়েটি চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন এগিয়ে এলে জব্বার পালিয়ে যায়।
ওই ঘটনার খবর শুনে শিশুটির মা বাড়িতে এসে দেখতে পান শিশুটি কাঁদছিল। পরে শিশুটি তার মাকে ঘটনার বিস্তারিত খুলে বললে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল জব্বারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি বাড়িতে না থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, `লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'