হোম > অপরাধ > ময়মনসিংহ

কেন্দুয়ায় স্কুলছাত্র হত্যা মামলার প্রধান আসামি নওগাঁ থেকে গ্রেপ্তার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র নয়ন হত্যা মামলার এক নম্বর আসামিকে (১৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (১৯ নভেম্বর) সকালে নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের একটি গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ রোববার আসামির রিমাণ্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আসামি উপজেলার মাস্কা ইউনিয়নের বাসিন্দা। নয়ন হত্যাকাণ্ডের পর থেকে সে পালিয়ে নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের এক আত্মীয়ের বাড়িতে থাকত। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সকালে পুলিশ নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শেখপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় মান্দা থানা-পুলিশের সহায়তায় নয়ন হত্যা মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৮টার দিকে তাকে কেন্দুয়া থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তবে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি স্কুলছাত্র নয়ন হত্যা মামলার এক নম্বর আসামি। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গ্রেপ্তার দুই আসামি আবু রায়হান (২২) ও আসাদুল হককেও (২৪) রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা এখন কারাগারে রয়েছেন। তবে অপর আসামি শফিকুল ইসলাম আরাধন এখনো পলাতক। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর রাতে উপজেলার মাস্কা ইউনিয়নের পানগাঁও গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র নয়নকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত