হোম > অপরাধ > ময়মনসিংহ

নেত্রকোনায় কৃষক লীগ নেতা হত্যা মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা শহরের রাজুরবাজার এলাকা থেকে সাফায়েত হোসেন (৩৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার একটি রাইস মিলের পাশের ময়লার ভাগাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

সাফায়েত হোসেন নেত্রকোনা সদর পৌরসভার বালুয়াখালী এলাকার ওমর আলীর ছেলে। তিনি জেলা কৃষক লীগের সদস্য এবং পৌর কমিটির সাবেক আহ্বায়ক এ কে এম মাসুদ ফারুক হত্যা মামলার ২ নম্বর আসামি ছিলেন। সাফায়েত ফিশারি ব্যবসায় জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ রোববার সকালে স্থানীয় লোকজন সাফায়েত হোসেনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিবলী সাদিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে সাফায়েত হোসেনকে গলাকেটে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

ওসি আরও বলেন, ‘সাফায়েত হোসেন কৃষক লীগ নেতা এ কে এম মাসুদ ফারুক হত্যা মামলার ২ নম্বর আসামি ছিলেন। পূর্ববিরোধের জের ধরে ২০১৮ সালের ২৯ নভেম্বর মাসুদ ফারুককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় করা মামলার আসামি সাফায়েত বর্তমানে জামিনে ছিলেন।’ 

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা