হোম > অপরাধ > ময়মনসিংহ

চলন্ত অটোরিকশায় চালককে লাথি মেরে ছিনতাইয়ের কবল থেকে বাঁচলেন দুই নারী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলের অটোরিকশায় উঠে ছিনতাইকারী চক্রের হাতে পড়েন দুই নারী। এ সময় বিষয়টি বুঝতে পরে অটোরিকশার চালককে লাথি দিয়ে ছিনতাইকারী চক্রের এক নারী সদস্যকে জাপটে ধরে চিৎকার করেন রোকসানা বেগম (২৬) নামের এক যাত্রী। পরে আশপাশের লোকজন ছুটে এসে ওই নারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। এ সময় চালকসহ ছিনতাইকারী চক্রের আরও দুজন পালিয়ে যায়। 

আজ সোমবার সকালে নান্দাইল পৌর সদরের কাছারি মসজিদের সামনে উপজেলা ভূমি কার্যালয়ের প্রবেশপথে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নারীদের মধ্যে রোকসানা বেগমের বাড়ি নান্দাইলের চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এবং সামিরা বেগম (২৪) নামের আরেকজনের বাড়ি একই উপজেলার শেরপুর ইউনিয়নে। 

রোকসানা বেগম জানান, গতকাল রোববারে নান্দাইল সদরের একটি বইয়ের দোকান থেকে মেয়ের জন্য দুটি বই কিনে নেন। সোমবার সকালে একটি বই পাল্টান। এরপর বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে সাজেদা নামের এক নারী এসে তাঁর সঙ্গে নানান কথা বলে শহরের কাছারি মসজিদের সামনের সড়কে নিয়ে যান। সেখানে যাওয়ার পর দাঁড়িয়ে থাকা অটোরিকশায় সাজেদাকে তুলে নেন।

এরপর কিছুদূর গিয়ে সামিরা বেগম নামের আরেক যাত্রী গাড়িতে ওঠেন। কিছুক্ষণ পর অটোচালক গাড়ির পর্দা ফেলে দেন। অটোরিকশায় ভেতরে থাকা একজন পুরুষ ও আটককৃত নারী তাঁদের দুই নারীর হাত চেপে ধরেন। এরপর ওই দুই নারী যাত্রীর গলার সোনার চেইন ও কানের দুল ছিনিয়ে নেন। 

ভুক্তভোগী রোকসানা বেগম বলেন, ‘পাশে থাকা সামিরা বেগমের কানের দুল যখন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তখন আমি রিকশাচালককে লাথি মেরে ফেলে দেই। এ সময় বাজারের লোকজন দৌড়ে এসে অটোরিকশাকে থামান। ততক্ষণে ছিনতাইকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ছিনতাইকারী দলের এক নারী সদস্যকে জাপটে ধরে আটকিয়ে রাখি। উত্তেজিত জনতা নারীকে চড়থাপ্পড় মারে আর গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। পরে পুলিশ এসে নারীকে আটক করে গাড়িসহ থানায় নিয়ে যায়।’ 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ বলেন, ‘আটককৃত নারীর নাম সাজেদা। তার বাড়ি ঈশ্বরগঞ্জে। ছিনতাইকারী দলের অন্য সদস্যদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের