হোম > অপরাধ > ময়মনসিংহ

জামালপুরে দুটি মামলায় পলাতক ২ আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

জামালপুরে পাঁচ মাসের শিশুকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া হাজীবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করে জামালপুর র‍্যাব-১৪। একই অভিযানে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোস্তফা। তিনি শেরপুরের ঝিনাইগাতি গজারিকুড়া গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, ২০১১ সালের ২০ মে পারিবারিক কলহের জেরে মোস্তফা তাঁর পাঁচ মাসের শিশু আসিফের দু’পা ধরে ঘরে থাকা ঢেঁকির সঙ্গে সজোরে আছাড় দিয়ে হত্যা করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুর মা রোজিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিকে আদালতে সোপর্দ করলে তিনি জামিনে বের হন এবং আত্মগোপনে যান। এর কিছুদিন পর আদালত মোস্তফার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। 

এ বিষয়ে জামালপুর র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, রাজধানীতে কুদ্দুস, রজব আলী, আয়াসিন আলী, সজিবসহ নানা নাম ব্যবহার করে অটোরিকশা চালাতেন আসামি মোস্তফা। গতকাল র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া হাজীবাড়ি এলাকা থেকে মোস্তফাকে গ্রেপ্তার করে। 

অপরদিকে, শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইসমাইল হোসেন ইসরাফিলকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে র‍্যাব জানিয়েছে, ১৯৯৮ সালের ৭ জুলাই টাঙ্গাইলের মধুপুর থেকে এক তরুণীকে অপহরণ করে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ইসরাফিল। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে মধুপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

কিন্তু মামলা দায়ের পর থেকে আসামি আত্মগোপন করে। পরবর্তীতে দীর্ঘ সময় পর গতকাল রাতে র‍্যাব অভিযান চালিয়ে ইসরাফিলকে মুন্সিগঞ্জের সিরাজদিখান কুসুমপুর মোড় থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে মধুপুর থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ইসরাফিল শেরপুরের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত