হোম > অপরাধ > ময়মনসিংহ

ঘুষের বিনিময়ে বিত্তশালীদের আশ্রয়ণের ঘর দেওয়ার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ভূমিহীনদের বাদ দিয়ে ঘুষের বিনিময়ে বিত্তশালীদের আশ্রয়ণের ঘর বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দে এমন অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দিয়েছেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান আজ বুধবার অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রহিমপুর গ্রামের আ. রহিম, মানিক মিয়াসহ কয়েকজন মিলে গত সোমবার এ অভিযোগ দেন।

এর আগে আশ্রয়ণের ঘর রবাদ্দে অনিয়মের প্রতিবাদে রহিমপুর বাজারে গত শনিবার বিকেলে এলাকাবাসী মানববন্ধন করেন।

অভিযোগে জানা গেছে, রহিমপুর আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ পাওয়া অধিকাংশ ব্যক্তির নিজেদের পাকা বাড়ি ও চাষের জমি রয়েছে। অনেকের রয়েছে বাজারে ব্যবসা ও সুদের কারবার। এঁদের মধ্যে একজনের বাড়ি পাশের জেলা সুনামগঞ্জে। এ ছাড়া ঘর বরাদ্দ পাওয়া অনেকে ঢাকায় বসবাস করেন। শুধু ঘুষের বিনিময়ে তাঁদের নামে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ প্রকৃত ভূমিহীনদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

রহিমপুর গ্রামের মজনু মিয়া ও আ. রাজ্জাক বলেন, ‘গ্রামের নুরুল মিয়া নামের এক ব্যক্তি ইউএনও অফিসে তার যোগাযোগ-যাতায়াত আছে। নুরুল তার বাবা, অনার্স পাস। ঢাকায় চাকরিরত ছোট ভাই, চাচা, চাচিসহ পরিবারের আটজনকে আশ্রয়ণের ঘর পাইয়ে দিয়েছেন। ফলে এলাকার প্রকৃত ভূমিহীনেরা ঘর পাননি।’

অভিযোগের বিষয়টি অস্বীকার করে নুরুল মিয়া বলেন, ‘ঘর বরাদ্দ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো হাত নেই। আমার আত্মীয়েরা দরিদ্র, তাই যথাযথ নিয়মেই তাঁরা ঘর পেয়েছেন।’ 

ইউএনও আসাদুজ্জামান বলেন, ঘরের অভিযোগের বিষয়টি নিয়ে তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্তের প্রতিবেদন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে