হোম > অপরাধ > ময়মনসিংহ

ঘুষের বিনিময়ে বিত্তশালীদের আশ্রয়ণের ঘর দেওয়ার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ভূমিহীনদের বাদ দিয়ে ঘুষের বিনিময়ে বিত্তশালীদের আশ্রয়ণের ঘর বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দে এমন অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দিয়েছেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান আজ বুধবার অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রহিমপুর গ্রামের আ. রহিম, মানিক মিয়াসহ কয়েকজন মিলে গত সোমবার এ অভিযোগ দেন।

এর আগে আশ্রয়ণের ঘর রবাদ্দে অনিয়মের প্রতিবাদে রহিমপুর বাজারে গত শনিবার বিকেলে এলাকাবাসী মানববন্ধন করেন।

অভিযোগে জানা গেছে, রহিমপুর আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ পাওয়া অধিকাংশ ব্যক্তির নিজেদের পাকা বাড়ি ও চাষের জমি রয়েছে। অনেকের রয়েছে বাজারে ব্যবসা ও সুদের কারবার। এঁদের মধ্যে একজনের বাড়ি পাশের জেলা সুনামগঞ্জে। এ ছাড়া ঘর বরাদ্দ পাওয়া অনেকে ঢাকায় বসবাস করেন। শুধু ঘুষের বিনিময়ে তাঁদের নামে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ প্রকৃত ভূমিহীনদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

রহিমপুর গ্রামের মজনু মিয়া ও আ. রাজ্জাক বলেন, ‘গ্রামের নুরুল মিয়া নামের এক ব্যক্তি ইউএনও অফিসে তার যোগাযোগ-যাতায়াত আছে। নুরুল তার বাবা, অনার্স পাস। ঢাকায় চাকরিরত ছোট ভাই, চাচা, চাচিসহ পরিবারের আটজনকে আশ্রয়ণের ঘর পাইয়ে দিয়েছেন। ফলে এলাকার প্রকৃত ভূমিহীনেরা ঘর পাননি।’

অভিযোগের বিষয়টি অস্বীকার করে নুরুল মিয়া বলেন, ‘ঘর বরাদ্দ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো হাত নেই। আমার আত্মীয়েরা দরিদ্র, তাই যথাযথ নিয়মেই তাঁরা ঘর পেয়েছেন।’ 

ইউএনও আসাদুজ্জামান বলেন, ঘরের অভিযোগের বিষয়টি নিয়ে তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্তের প্রতিবেদন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী