হোম > অপরাধ > ময়মনসিংহ

আটপাড়ায় বোনজামাইয়ের হাতে শ্যালক খুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে পিয়াস নামে (১৯) এক যুবককে গলা কেটে হত্যা করেছেন তাঁর বোনজামাই সুনু ফকির। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। নিহত পিয়াস উপজেলার বানিয়াগাতী গ্রামের মৃত মজু মিয়ার ছেলে। এ ঘটনায় তাঁর বোন হেনা আক্তার ও বোনজামাইকে আটক করেছে পুলিশ। 

স্থানীয়দের বরাত দিয়ে অফিসার ইনচার্জ জানান, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার শ্রীরামপাশা এলাকায় রাসেল মিয়ার পতিত জমিতে হেনা আক্তারের সঙ্গে তাঁর মা রুমেলা আক্তারের জমিজমা ও পারিবারিক বিষয়াদি নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় পিয়াস মাকে ফিরিয়ে আনতে গেলে বোনজামাই সুনু ফকিরের সঙ্গে পিয়াসের হাতাহাতি হয়। একপর্যায়ে সুনু ফকির পিয়াসের গলায় ধারালো ছুরি দিয়ে টান দিলে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন। 

মো. জাফর ইকবাল আরও বলেন, ঘটনার পর সুনু ফকির ও হেনা আক্তারকে আটক করা হয়েছে। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত