হোম > অপরাধ > ময়মনসিংহ

আটপাড়ায় বোনজামাইয়ের হাতে শ্যালক খুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে পিয়াস নামে (১৯) এক যুবককে গলা কেটে হত্যা করেছেন তাঁর বোনজামাই সুনু ফকির। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। নিহত পিয়াস উপজেলার বানিয়াগাতী গ্রামের মৃত মজু মিয়ার ছেলে। এ ঘটনায় তাঁর বোন হেনা আক্তার ও বোনজামাইকে আটক করেছে পুলিশ। 

স্থানীয়দের বরাত দিয়ে অফিসার ইনচার্জ জানান, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার শ্রীরামপাশা এলাকায় রাসেল মিয়ার পতিত জমিতে হেনা আক্তারের সঙ্গে তাঁর মা রুমেলা আক্তারের জমিজমা ও পারিবারিক বিষয়াদি নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় পিয়াস মাকে ফিরিয়ে আনতে গেলে বোনজামাই সুনু ফকিরের সঙ্গে পিয়াসের হাতাহাতি হয়। একপর্যায়ে সুনু ফকির পিয়াসের গলায় ধারালো ছুরি দিয়ে টান দিলে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন। 

মো. জাফর ইকবাল আরও বলেন, ঘটনার পর সুনু ফকির ও হেনা আক্তারকে আটক করা হয়েছে। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা