হোম > অপরাধ > ময়মনসিংহ

মেলান্দহে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবক কারাগারে 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাহিদুলকে (২৫) গ্রেপ্তার করছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার বিকেলে রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া আসামির শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত শনিবার সকালে শিশুটির মা বাদী হয়ে জাহিদুলকে আসামি করে থানায় মামলা করেন।

মামলায় জানা গেছে, গত ৩১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বাড়ির সবাই তারাবির নামাজ পড়ছিলেন। এ সুযোগে জাহিদুল শিশুটিকে ডেকে নিয়ে একটি ঘরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি কান্না শুরু করলে ছেড়ে দিয়ে পালিয়ে যান জাহিদুল। পরে শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ধর্ষণের চেষ্টা মামলার আসামি জাহিদুলকে থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন