হোম > অপরাধ > ময়মনসিংহ

চোর ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা উপজেলা চেয়ারম্যানের

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতের ট্রান্সফরমার চোর ধরতে অভিনব কৌশল অবলম্বন করেছেন উপজেলা পরিষদ। চোরকে ধরিয়ে দিতে পারলে নগদ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। সম্প্রতি বিদ্যুৎ বিষয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ এক সভায় তিনি এই ঘোষণা দেন। 

উপজেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলায় বেশ কয়েকটি সেচ লাইনের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। মূল্যবান এই ট্রান্সফার হারিয়ে কৃষকেরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দিশেহারা হয়ে কৃষকেরা উপজেলা পরিষদে অভিযোগ করছেন। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ উদ্বিগ্ন রয়েছেন। কোনো ভাবেই এই চুরি ঠেকানো যাচ্ছে না। 

সম্প্রতি নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীনের সভাপতিত্বে আয়োজিত এক বিদ্যুৎ নিয়ে বিশেষ এক সভায় পল্লীবিদ্যুতের ডিজিএম মহিউদ্দিন সেচের ট্রান্সফরমার চুরির বিষয়টি উত্থাপন করলে চোরকে ধরতে নগদ ১ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। 

ভুক্তভোগী উপজেলার ছালুয়াতলা গ্রামের কৃষক এমদাদুল হক বলেন, ‘গত ৩ জুলাই রাতে আমার সেচ মেশিনের তিনটি ট্রান্সফরমারের মধ্যে দুটি চুরি হয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি! আমার সেচ মেশিনের আওতায় প্রায় ৭০ একর জমি আবাদ করা এখন হুমকির মুখে পড়েছে।’ 

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, ‘ট্রান্সফরমার চুরি একটি জঘন্য কাজ। এতে কৃষক পরিবার আর্থিকভাবে নিঃস্ব হয়ে যায়। এছাড়া বোরো আবাদ হুমকির মুখে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতি হয় কৃষক, সেচ মালিক ও বিদ্যুৎ গ্রাহকদের। তাই যে চোরকে ধরিয়ে দিতে পারবে তাকে নগদ ১ লাখ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। পাশাপাশি তাকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও দেওয়া হবে।’

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী