হোম > অপরাধ > ময়মনসিংহ

নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও ছোট ভাই আটক

জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌর শহরে গৃহবধূ খোরশেদা বেগমের (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের তেঁতুলিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী নাজিম উদ্দিন ও ছোট ভাই শাহীন মিয়াকে আটক করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে শহরের তেঁতুলিয়া এলাকায় নিজ ঘরের বিছানার ওপর খোরশেদার মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও ছোট ভাইকে আটক করে থাকায় নিয়ে যাওয়া হয়েছে। 

গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, খোরশেদার স্বামীর বাড়ি ও বাবার বাড়ি একই এলাকায়। দীর্ঘদিন ধরে বাবার সম্পত্তির ভাগ নিয়ে ছোট ভাই শাহীন মিয়ার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে তিন দিন ধরে শাহীনের সঙ্গে ঝগড়া চলছিল খোরশেদার। কিন্তু আজ ভোরে ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ খোরশেদাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও ছোট ভাইকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন হলে মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস