হোম > অপরাধ > ময়মনসিংহ

কেন্দুয়ায় নিজের শরীরে আগুন দিলেন নারী

কেন্দুয়া (নেত্রকোনা )প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় এক নারী (২৫) নিজের শরীরে আগুন লাগিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আগুনে তাঁর শরীরের বিভিন্ন অংশের ৩০  ভাগেরও বেশি পুড়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামে।

থানা-পুলিশ,চিকিৎসক,পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামের ওই নারীর আগে বিয়ে হলেও পারিবারিক অশান্তির কারণে তা বেশি দিন টেকেনি। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। দুদিন আগে তিনি বাড়িতে আসেন। এ অবস্থায় আগে থেকেই পাশের আটিগ্রামের দেলোয়ার হোসেন দেলু নামে এক বিবাহিত যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। এক জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ওই যুবকের বাড়িতে যান। একপর্যায়ে সেখানে ওই নারী নিজের শরীরে কেরোসিন ঢেলে দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেন। এতে তাঁর মুখ-মণ্ডল,দুই হাত ও পেটসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।  পরে তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জোনাঈদ আফ্রাদ ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ হাসপাতালে ছুটে যান।

এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় এএসপি জোনাঈদ আফ্রাদ ও ওসি কাজী শাহনেওয়াজও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা.সৈয়দ মো.আবদুল্লাহ গালিব জোবায়ের জানান,আগুনে ওই নারীর মুখমণ্ডল,দুই হাত ও পেটসহ শরীরের বিভিন্ন অংশের ৩০ ভাগেরও বেশি পুড়ে গেছে। এ ছাড়া তাঁর মুখের ভেতরেও ক্ষত দেখা গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান,এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা