হোম > অপরাধ > ময়মনসিংহ

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণের ঘটনায় করা মামলায় মো. শামছুল হক (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভালুকা উপজেলার মামারিশপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মো. শামছুল হক উপজেলার আন্দারিয়াপাড়া এলাকার মৃত ছয়েব আলীর ছেলে। 

এ বিষয়ে র‍্যাব-১৪-এর সহকারী পরিচালক (স্কোয়াড কমান্ডার) মো. আনোয়ার হোসেন বলেন, গত ১১ মে ওই শিশু ছাগল আনার জন্য বাড়ি থেকে বের হয়। এই সুযোগে সামছুল হক শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এলে সামছুল পালিয়ে যান। পরে ঘটনাটি জানাজানি হলে ১৩ মে শিশুটির বাবা বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করেন। 

সহকারী পরিচালক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামসুল হক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২