হোম > অপরাধ > ময়মনসিংহ

বিদেশে গিয়েও ঋণগ্রস্ত, দেশে ফিরে আত্মহত্যা 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ইমামুল হাসান মুরাদ (৩৫) নামে এক যুবক দালালদের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় গিয়েও ঋণগ্রস্ত হয়ে পড়েন। তাঁর পরিবার ঋণ করে টাকা পাঠিয়ে মুরাদকে দেশে আনার ব্যবস্থা করে। প্রায় ২০ দিন আগে দেশে ফেরেন তিনি। এরপর থেকেই মুরাদ মানসিক সমস্যায় ভুগছিলেন। এরই জেরে আজ বুধবার সকালে নগরীর গিরীশ চক্রবর্তী রোডের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। 

মৃত মুরাদ ওই এলাকার আমিনুল হক ফেরদৌসের ছেলে। 

মৃতের মা খোদেজা খাতুন বলেন, ‘মুরাদ প্রায় দুই বছর আগে কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় পাড়ি জমায়। করোনার কারণে ঠিকভাবে কাজ ও বেতন না পাওয়া মুরাদ নিজ কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে কাজ খুঁজতে থাকে। সে সময় একটি দালাল চক্র কাজ দেবে বলে আশ্বাস দিয়ে মুরাদকে জিম্মি করে। দীর্ঘদিন মুরাদকে জিম্মি করে দেশ থেকে টাকা নেয় দালাল চক্রটি। দীর্ঘ চেষ্টার পর ছেলেকে দেশে নিয়ে আসি। কিন্তু মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে মুরাদ। ঋণগ্রস্ত ও হতাশার কারণেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আমার ছেলে আত্মহত্যা করেছে।’ 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বিদেশে গিয়ে দালালদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে দেশে এসে আত্মহত্যা করেছেন মুরাদ। নিজের ঘরের দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত করা হয়নি। 

ওসি আরও বলেন, লোভে পড়ে বিদেশে যাওয়ার ক্ষেত্রে মানুষকে আরও সচেতন হতে হবে। বিদেশে না গিয়ে উদ্যোক্তা হয়ে দেশে স্বাবলম্বী হওয়ার অনেক সুযোগ রয়েছে। 

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার