হোম > অপরাধ > ময়মনসিংহ

পুরোনো মালামাল সংগ্রহের নামে বাসা-বাড়িতে চুরি, দুই নারী গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় পুরোনো মালামাল সংগ্রহের নামে বাসা-বাড়িতে চুরির অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে জেলা শহরের জয়নগর এলাকা থেকে অপর একটি চুরির প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন জেলা সদরের আমলী কেশবপুর গ্রামের মামুন মিয়া স্ত্রী নার্গিস আক্তার পাখি (২৩) একই গ্রামের এমদাদুল হকের স্ত্রী তানজিলা আক্তার (২২)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের নাগড়া এলাকার কাপড় ব্যবসায়ী মিতালী দে’র বাসায় গত ২২ অক্টোবর বিকেলে চুরি হয়। এদিন দুপুরে তিনি বাসায় তালা দিয়ে দুই মেয়েকে নিয়ে মন্দিরে যান। বিকেলে এসে দেখেন ঘরের তালা ভেঙে নগদ আড়াই লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোর। 

এ ঘটনায় পরদিন মডেল থানায় মামলা করেন মিতালী দে। মামলার পর মালামাল উদ্ধার ও আসামি গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে শহরের জয়নগর এলাকায় চুরির প্রস্তুতিকালে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, আটক দুই নারীর বিরুদ্ধে মডেল থানায় চারটি চুরির মামলা রয়েছে। এ ছাড়া অন্য থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। তাঁরা পেশাদার চোর। 

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে ওই দুই নারী জানায়-তাঁরা বাসা-বাড়ি থেকে ভাঙারি সংগ্রহের নাম করে আগে খোঁজ খবর নিয়ে রাখতেন। সেসব বাসা ছাড়াও অন্য যেকোনো বাসা তালাবদ্ধ অবস্থায় পেলেই খুব স্বল্প সময়ের মধ্যে তাঁরা তালা ভেঙে টাকা-পয়সা, স্বর্ণালংকার চুরি করে নিয়ে যেতেন। 

একটি বাসায় তালা ভেঙে চুরি করতে সর্বোচ্চ ২০-৩০ মিনিট নেন তাঁরা। এ ছাড়া চুরি করার সময় আরও বিভিন্ন ধরনের অভিনব কায়দা ব্যবহার করে থাকেন। 

তিনি আরও জানান, বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার