হোম > অপরাধ > ময়মনসিংহ

ফেসবুকে কেন্দ্রীয় নেতাকে হত্যার হুমকি, জেলার নেতার বিরুদ্ধে থানায় জিডি

ইসলামপুর ও জামালপুর, প্রতিনিধি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ ও সদস্য আনোয়ার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দলটির জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদকসহ চার নেতার নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় জিডি করেন। 

জিডিতে অভিযুক্ত ব্যক্তিরা হলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন খান, দপ্তর সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন ও সহযোগী সংগঠন জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুল মালেক।

জিডিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনে আনোয়ার হোসেন ও জামালপুর-২ ইসলামপুর আসনে প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ দলের মনোনয়নপ্রত্যাশী হওয়ায় তাঁদের নানাবিধ ক্ষতি সাধনে উঠেপড়ে লেগেছেন অভিযুক্ত এই চার নেতা। একপর্যায়ে গত বুধবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কাজী খোকন নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে অভিযুক্ত ওই চার নেতা 
কেন্দ্রীয় নেতা মোস্তফা আল মাহমুদ ও আনোয়ার হোসেনকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেন। 

জামালপুর সদর আসনে মনোনয়নপ্রত্যাশী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘হত্যার হুমকি দেওয়ার বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে থানায় জিডি করেছি।’ 

জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন খান বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে জিডি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা হত্যার হুমকি দেওয়ার মানুষ নই। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের সৈনিক। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে।’ 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘ফেসবুক লাইভে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর এবং অশ্লীল ভাষায় কথা বলেন অভিযুক্তরা। একপর্যায়ে আমাদের দুজনকেই মেরে ফেলার হুমকি দেন তাঁরা। বিষয়টি নিয়ে খুব বিব্রতকর অবস্থায় রয়েছি।’

জিডির বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৮টার দিকে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি চারজনের নাম উল্লেখ করে হত্যার হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টির তদন্ত ইতিমধ্যে শুরু করেছি।’

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ